Dhaka , Tuesday, 2 September 2025
News Title :
মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে বৈদিক স্কুল প্রতিষ্ঠা ও গীতা বিতরণ কর্মসূচি দলীয় শৃঙ্খলা ভঙ্গে তালা সেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলামের পদ স্থগিত তালায় বন প্রহরির  ইউনুস আলীর বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রন বাঁধের গাছ বিক্রির অভিযোগ সড়ক পথে সুন্দরবনের ৬২ কি.মি সড়ক খানা খন্দ : ভোগান্তিতে ১৫ লাখ মানুষ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ১০৭ তম জন্মবার্ষিকী আজ তালায় স্বেচ্ছাসেবক দলের আহবায়কের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ নিহত বিএনপি নেতার মেয়ের বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান ডুমুরিয়া অনলাইন জুয়ার ফাঁদে দেনার-দায়ে আত্মহত্যা স্কুল শিক্ষকের টানা তিন মাস পর উন্মুক্ত হচ্ছে সুন্দরবন :উপকূলে আনন্দের জোয়ার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে দুয়ারে দুয়ারে প্রার্থীরা: লড়াই হবে হাড্ডাহাড্ডি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ : শ্যামনগর যুবদলের আহবায়ক বহিষ্কার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।এর আগে উপজেলার হরিনগরে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় লুটপাট ও কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

একইসঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠনের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হক ভাইকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে এবং দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোওমেন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা কার্যকর করেছেন।

প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের চেয়ারম্যান এএম সাইদুর রহমান অভিযোগ করে বলেন, গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চার দিন দফায় দফায় তার মৎস্য খামারে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ এবং পরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারাবাহিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম দুলু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নিইনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Satkhira observer

মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে বৈদিক স্কুল প্রতিষ্ঠা ও গীতা বিতরণ কর্মসূচি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ : শ্যামনগর যুবদলের আহবায়ক বহিষ্কার

Update Time : 04:29 am, Friday, 29 August 2025

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।এর আগে উপজেলার হরিনগরে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় লুটপাট ও কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসেন তিনি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

একইসঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের আরেক যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠনের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওই উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হক ভাইকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে এবং দায়িত্ব প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোওমেন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা কার্যকর করেছেন।

প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের চেয়ারম্যান এএম সাইদুর রহমান অভিযোগ করে বলেন, গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চার দিন দফায় দফায় তার মৎস্য খামারে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ এবং পরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারাবাহিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম দুলু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো চাঁদা চাইনি বা নিইনি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তবে এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।