আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিএনপির ৪৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার বিকাল ৪টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যোগদানকৃতদের সংবর্ধনা প্রদান করা হয়। ওয়ার্ড জামায়াতের আয়োজনে গাজীরহাট বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ড সভাপতি শীষ মুহাম্মদ জেরি। ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক মাও. ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর্ম পরিষদ সদস্য ও ল’ ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাও. আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাও. নূরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাও. মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা অফিস সেক্রেটারী মাও. রুহুল কুদ্দুছ, বুধহাটা ইউনিয়ন আমীর মাও. আব্দুল ওয়াদুদ, নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে ৭নং ওয়ার্ডের ৩০জন এবং ৮নং ওয়ার্ডের ১০জন ও ৯নং ওয়ার্ডের ৯জন বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।