বিষ্ণুপুর প্রতিনিধি :
সাতক্ষীরা অবজার্ভারে চিংড়ীতে জেলী পুশ হুমকিতে রপ্তানির মুখে শিরোনামে সংবাদ প্রকাশের পর
কালিগঞ্জে বাশতলা বাজারের মৎস্য সেট সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান করে। অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। তবে মূল হোতা চিংড়ি ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) বেলা ১০টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে।
ডিবি পুলিশের উপপরিদর্শক মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হানা দিয়ে জব্দ করা হয় ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি। মাছ ব্যবসায়ী চাচাই গ্রামের আলমগীর হোসেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি স্থানীয় এতিমখানায় দান করা হয়। এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ ও মাসোহারা দিয়ে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, পুশকৃত চিংড়ি শুধু জনস্বাস্থ্যের জন্যই নয়, দেশের বৈদেশিক বাণিজ্যেও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকায় বাগদা পুশের বড় সিন্ডিকেট রয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের ছত্রছায়ায় লালিত।
তারা রপ্তানি শিল্প চিংড়ী জেলী পুশ করে দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি। প্রশাসনের পদক্ষেপের অভাবে এরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।