কালিগঞ্জ প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা”— এ স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা–২০২৫ উদ্বোধন করা হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার প্রথম বিতর্ক বিষয় ছিল— “পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতির বিস্তারের মূল কারণ।”
রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১০ টায় উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা এর সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় উপজেলার প্রথম দিনে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুহিত , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, উপজেলা উপজেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলামউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন,উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্ত নাথ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান, আব্দুল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কণিকা সরকার সাবেক সহসভাপতি, হাবিবুল্লাহ, আহসান , সাংবাদিক শিমুল হোসেন ও আলমগীর হোসেন, ইঞ্জি: শেখ আহসান হাবিব সহ এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রথম রাউন্ড বিতর্ক প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয় তারালি মাধ্যমিক বিদ্যালয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ইন্দ্রনগর হুসাইন বাদ ফাজিল মাদ্রাসা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতির মূল শেকড় পরিবারেই নিহিত। পরিবার থেকে সততা, নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা প্রদান করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক। আর সেদিনই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধশালী।