বিষ্ণুপুর প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ -মধুসুধনপুর গ্রামের রিজভী আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এজিএস পদপ্রার্থী।
রিজভী আলমের পিতা আলমগীর হোসেন সাবেক বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছে।
তার ছোট চাচা জাহাঙ্গীর আলম বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী। তার দাদা আকবার আলী ২ বারের সাবেক চেয়ারম্যান। বর্ণাঢ্য রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা রিজভী আলম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মনোনীত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এজিএস প্রার্থী।
সম্প্রতি রিজভী আলম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
রিজভী আলম অজপাড়া গা থেকে উঠে এসে ডাকসুর হলে পদপ্রার্থী হওয়ায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ শুভ কামনা জানিয়েছে।