Dhaka , Thursday, 28 August 2025
News Title :
শ্যামনগর জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন, ইউএনও মোছাঃ রনী খাতুন কালিগঞ্জ থানার ওসিকে বদলি নতুন ওসি মিজান অনলাইন জুয়ায় নিঃস্ব হাজার হাজার যুবক : ঝুঁকছে ভয়ংকর অপরাধে বনবিভাগের সামনেই পাচার হচ্ছে সুন্দরবনের মূল্যবান কাঠ সাতক্ষীরায় চিংড়ীতে জেলী পুশ : ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা যুবদল নেতা শামীম হত্যার দায়স্বীকার করল স্ত্রী ও শ্যালক সাতক্ষীরায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা অবজার্ভারে সংবাদ প্রকাশে কালিগঞ্জে অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ সাতক্ষীরায় মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সচেতনতায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন অনুষ্ঠিত

কালিগঞ্জ টু বালিয়াডাঙ্গা সড়কে ফাটল ও ধস : ভোগান্তি চরমে সংস্কার দাবি

বিষ্ণুপুর প্রতিনিধি:

কালিগঞ্জ টু বালিয়াডাঙ্গা সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ধস নেমেছে যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গত ২ বছর আগে সড়কটি কার্পেটিং করা হয় টেন্ডারের মাধ্যমে। বরাদ্দকৃত সড়কটি নিয়ে অনেক বির্তক রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সময় মত কাজ না করে দীর্ঘদিন জনদুর্ভোগ সৃষ্টি করা সহ নিম্ন মানের ইট সামগ্রী ব্যবহার করেছে। নিম্ন মানের ইট খোয়া সামগ্রী ব্যহারের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে সড়কটিতে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে ধস নেমে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফাটলও ধসের স্থানগুলো হল- গোবিন্দপুর ইট ভাটার সামনে ভেঙ্গে গেছে, পুলিন বাবুর কালভাট ভেঙ্গে ধস নেমেছে , শ্রীধর কাটি বটতলা সংলগ্ন দুই পাশে ভেঙে রাস্তার প্রস্থ কমে গেছে, ভেগের হাটখোলা মোড়ে ফাটল ও ভাঙ্গন ধরেছে।

রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতিরিক্ত মালবাহী গাড়ি অবৈধ ডাম্পার চলাচলের কারণে রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। যার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও স্থানীয়দের।
রাস্তা খারাপের ফলে , যান চলাচলে বিঘ্ন ঘটে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রাস্তায় এত বেশি গর্ত যে, সুস্থভাবে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

এই রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে, জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটির বাসিন্দা হাফিজুর বলেন, চৌমহুনী বটতলা নামক আমার দোকানের সামনে দুই পাশে ধসে গেছে বৃষ্টিতে পানি জমেছে। রাস্তার মাঝে ফাটল ধরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এখানে যানচলাচলে বিঘ্ন ঘটছে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাই।

পুলিন বাবুর বাসিন্দা রাইসুল মোড়ল বলেন, এই সড়কটি গুরুত্বপূর্ণ তিন ইউনিয়নের মানুষ চলাচল। সড়কটি প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।
সড়ক ভাঙ্গার কারণে যান চলাচল বিঘ্ন ঘটছে।প্রায় দুর্ঘটনা ঘটেছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

গোবিন্দপুরের বাসিন্দা মহিত রহমান বলেন, সড়কটি বছর না ঘুরতে ফাটল ও ধস নেমেছে। যার ফলে সাধারণ মানুষ কে ভোগান্তি পোহাতে হচ্ছে। এটা দুংখজক কতৃপক্ষ ঠিকমত তদারকি করলে আজ এই দুর্ভোগে পড়ত হত না। আমরা চাই সড়ক দ্রুত সংস্কার।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনুজা মন্ডল গণমাধ্যমকে বলেন, কালিগঞ্জে টু বালিয়াডাঙ্গা সড়কে কয়েক জায়গায় ফাটল ও ধসের বিষয় আমি জেনেছি। আমি জানামাত্র উপজেলা এলজিআইডি প্রকৌশলী সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছি। অতি দ্রুত সংস্কার শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Satkhira observer

Popular Post

শ্যামনগর জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন, ইউএনও মোছাঃ রনী খাতুন

কালিগঞ্জ টু বালিয়াডাঙ্গা সড়কে ফাটল ও ধস : ভোগান্তি চরমে সংস্কার দাবি

Update Time : 12:42 pm, Thursday, 21 August 2025

বিষ্ণুপুর প্রতিনিধি:

কালিগঞ্জ টু বালিয়াডাঙ্গা সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ধস নেমেছে যার ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। গত ২ বছর আগে সড়কটি কার্পেটিং করা হয় টেন্ডারের মাধ্যমে। বরাদ্দকৃত সড়কটি নিয়ে অনেক বির্তক রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সময় মত কাজ না করে দীর্ঘদিন জনদুর্ভোগ সৃষ্টি করা সহ নিম্ন মানের ইট সামগ্রী ব্যবহার করেছে। নিম্ন মানের ইট খোয়া সামগ্রী ব্যহারের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে সড়কটিতে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে ধস নেমে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফাটলও ধসের স্থানগুলো হল- গোবিন্দপুর ইট ভাটার সামনে ভেঙ্গে গেছে, পুলিন বাবুর কালভাট ভেঙ্গে ধস নেমেছে , শ্রীধর কাটি বটতলা সংলগ্ন দুই পাশে ভেঙে রাস্তার প্রস্থ কমে গেছে, ভেগের হাটখোলা মোড়ে ফাটল ও ভাঙ্গন ধরেছে।

রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতিরিক্ত মালবাহী গাড়ি অবৈধ ডাম্পার চলাচলের কারণে রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। যার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও স্থানীয়দের।
রাস্তা খারাপের ফলে , যান চলাচলে বিঘ্ন ঘটে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। রাস্তায় এত বেশি গর্ত যে, সুস্থভাবে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।

এই রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে, জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটির বাসিন্দা হাফিজুর বলেন, চৌমহুনী বটতলা নামক আমার দোকানের সামনে দুই পাশে ধসে গেছে বৃষ্টিতে পানি জমেছে। রাস্তার মাঝে ফাটল ধরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এখানে যানচলাচলে বিঘ্ন ঘটছে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। আমরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানাই।

পুলিন বাবুর বাসিন্দা রাইসুল মোড়ল বলেন, এই সড়কটি গুরুত্বপূর্ণ তিন ইউনিয়নের মানুষ চলাচল। সড়কটি প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।
সড়ক ভাঙ্গার কারণে যান চলাচল বিঘ্ন ঘটছে।প্রায় দুর্ঘটনা ঘটেছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

গোবিন্দপুরের বাসিন্দা মহিত রহমান বলেন, সড়কটি বছর না ঘুরতে ফাটল ও ধস নেমেছে। যার ফলে সাধারণ মানুষ কে ভোগান্তি পোহাতে হচ্ছে। এটা দুংখজক কতৃপক্ষ ঠিকমত তদারকি করলে আজ এই দুর্ভোগে পড়ত হত না। আমরা চাই সড়ক দ্রুত সংস্কার।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনুজা মন্ডল গণমাধ্যমকে বলেন, কালিগঞ্জে টু বালিয়াডাঙ্গা সড়কে কয়েক জায়গায় ফাটল ও ধসের বিষয় আমি জেনেছি। আমি জানামাত্র উপজেলা এলজিআইডি প্রকৌশলী সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছি। অতি দ্রুত সংস্কার শুরু হবে।