সাতক্ষীরায় মানসম্মত পদ্ধতিতে ফিস ড্রেসিং ও বজ্য সংরক্ষণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের সুলতানপুর বড় বাজর মৎস্য আড়ৎতে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড অ্যাকুয়াটিক এনভাররনমেন্ট বিভাগের ব্যবস্থানায় অংশগ্রহণ করেন অর্ধ শতাধিক মৎস্য কাটা শ্রমিক
উপস্থিত ছিলেন লোকাল গর্ভমেন্ট ইনটাটিভ অন ক্ল্যাইমেট চেঞ্জ প্রকল্পের প্রধান গবেষক এস এম রফিকুজ্জামান বকুল , সহকারী গবেষক গাজীপুর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক মোঃ মেহেদী হাসান,প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান সাংবাদিক তপু হাশেমী,মনিরুল ইসলাম ও মুস্তফা রায়হান সিদ্দিকী প্রমুখ।
প্রকল্পের প্রধান গবেষক গাজীপুর বিশ্ববিদ্যালয়ের ড. এস এম রফিকুজ্জামান বকুল বলেন, মানসম্মত পদ্ধতিতে ফিস ড্রেসিং করতে হবে। মাছের আশ বিশ্ববাজারে চাহিদা রয়েছে যা রপ্তানি করে বৈদাশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মাছের নাড়িভুড়ি প্রসেসিং করে সার ও মাছের খাদ্য তৈরি করে সাফল্য পাওয়া যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরিবেশ দূষিত হবে না। পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
কর্মশালা শেষে শ্রমিকদের একটি বালতি, ২ লিটারেচার ক্যামিকেল,হান্ড গোলপস প্রদাম করা হয়।