সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা বাজারে দুটি ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ভেজাল ওযুধ উদ্ধার করে টাস্কফোর্স। দুটি ফার্মেসী কে ৫০ হাজার টাজা জরিমানা করে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় টাস্কফোর্স অভিযানে অংশ নেয় বিজিবি, ওষুধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ২০ জন সদস্য। এছাড়া ওষুধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে মেসার্স রুকাইয়া ফার্মেসির মালিক মো. শাহাজান কবীর এবং মেসার্স জবা ফার্মেসির মালিক মো. মোরতাজা হোসেনকে সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদের দায়ে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ) ধারায় ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্থানীয়রা বলেন, মানুষের জীবনের সঙ্গে জড়িত ওষুধে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা যায় না। বিজিবির এ ধরনের অভিযান নিয়মিত চালু রাখা উচিত