পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে এক নারীর বাড়িতে অনশন করছেন ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে।
অনশনকারী আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, স্ত্রী মারা যাওয়ার পর পুনরায় বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। একপর্যায়ে দুই মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা নেন ওই নারী । এরপর ওই নারী হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে নারীর বাড়ি খুঁজে বের করেন। গত শনিবার সকালে নারীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
আবুল কাসেম মুন্সির দাবি, “হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো তাকে বিয়ে করবে। একই সাথে তিনি প্রতারণার বিচার চেয়েছেন।
এবিষয়ে স্থানীয়রা সাংবাদিকদের বলেন, ওই নারী পূর্বেও একাধিক ব্যক্তিকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তার শাস্তির দাবি করেন তারা। তবে, অভিযোগ অস্বীকার করেছেন ওই নারী।
ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ ফকির সেখানকার সাংবাদিকদের জানান, “তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন। বর্তমানে ওই বৃদ্ধ অনশনে নেই। তাদের বিষয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, “আমার কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”