বিষ্ণুপুর প্রতিনিধি:
নান্দনিকতার ছোঁয়ায় দৃষ্টিনন্দন শোভা পাচ্ছে কালিগঞ্জ উপজেলার বন্দকাটি বায়তুল আমান জামে মসজিদ। মসজিদের মিনারসহ সবদিকে অনন্য স্থাপত্য শৈলীতে নির্মাণ কারুকাজ সবাইকে মুগ্ধ করছে। মসজিদে সৌন্দর্য চোখ জুড়ে যায়। মসজিদের সামনে থাকা মুসুল্লিদের উযু করার জন্য পুকুর রয়েছে খোলা বিস্তৃত জায়গা।
মসজিদের নির্মাণ শৈলী চোখ ধাঁধানো।
নান্দনিকতার ছোঁয়ায় নির্মিত এ মসজিদের সৌন্দর্য উপভোগ করতে সুযোগ পেলেই মানুষ ছুটে আসে। স্থানীয়ভাবে বন্দকাটি মসজিদ নামে পরিচিত।
জানা গেছে, ১৯৮৫ সালে এই মসজিদ একতলা বিশিষ্ট নির্মাণ করেছিলেন বন্দকাটি গ্রামের বিশিষ্টজনরা। পরবর্তীতে ২০২৩ সালে এলাকাবাসীর সহযোগিতা ও সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগরের প্রচেষ্ঠায় দ্বিতীয় তলা ভবন নির্মাণ করা হয়।
যেখানে আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর ছোঁয়া দেওয়া হয়। মসজিদের ছাদে মাঝে বড় একটি গম্বুজ ও উপরে দুটি মিনার আছে।
মসজিদটি অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে অত্যন্ত আকর্ষণীয়। এর সুসজ্জিত গম্বুজ, সুদৃশ্য মিনার ও কারুকার্যময় খোদাই কাজ দর্শকদের মন কাড়ে। মসজিদের নকশায় আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয় ঘটানো হয়েছে, যা একে অন্য সব মসজিদের তুলনায় আলাদা করে তুলেছে।
নির্মাণের পর থেকেই মসজিদটি উপজেলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যা এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।