বিনোদন ডেস্ক:
১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে পোষ্ট দেন ফেসবুক শোবিজ অঙ্গনের অর্ধ-শতাধিক তারাকা। তার মধ্যো আরশ খান ছিলেন।বঙ্গবন্ধু কে শ্রদ্ধা জানানোতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ক্যালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তারকাদের ছবি টানিয়ে জুতা নিক্ষেপ করা হয়। তিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিয়ে আরশ খান ছিলেন।
এমব ঘৃনত ভাবে জুতা নিক্ষেপ করায় ১৮ আগষ্ট আরশ খান নিজের ভেরিফাই ফেসবুক একাউন্টে দেশ নিয়ে হাতাশার স্টার্টাস দেন। তিনি লেখেন,
১৯৯৩ সালের ফেব্রুয়ারীর ২ তারিখ আমার জন্ম। যদিও স্কুল জীবনে ক্লাস টিচার বানায় দিলেন ১৯৯৬ যেনো সরকারি চাকরি পাইতে সুবিধা হয়। ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুদ্ধি হবার পর শিখতে শুরু করলাম সম্পর্ক কি! কে মা কে বাবা কে চাচা কে খালা ইত্যাদি। আল্লাহ কে , নবী কি, ইসলাম কি শিখতে শুরু করলাম। আমার ধর্ম ছাড়াও কি কি ধর্ম আছে তা জানলাম। ১৯৯৮ স্কুলে ভর্তি হলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ বছরে স্কুল জীবন পুরোটাই কাটলো। এর মাঝে আবারও খালেদা জিয়া আসলেন। ফজলুল হক, ফখরুদ্দিন আহমদ আসলেন, আবার শেখ হাসিনা। এর মাঝে চললো আমার কলেজ, ইউনিভার্সিটি।
আমার ২৩ বছরের শিক্ষা জীবনে তার মানে আমি সব কিছুই ভুল শিখেছি । বিশেষ করে ইতিহাস। কারন আমার দেশে সরকারের সাথে সাথে বদলায় বই, বদলায় ইতিহাস , বদলায় শিক্ষা বোর্ডের কার্যক্রম ব্যবস্থা। বদলায় প্রশাসন প্রধান , বদলায় সামরিক বাহিনীর প্রধান এবং তাদের কাজের ধরন। আমার এক জীবনে এক দেশে এক শিক্ষা ব্যবস্হার আওতাধীনে থেকেও সব বদলায় এবং বদলাতেই থাকে। এই গল্পতো আমার একার না। আমার দেশের সকল মানুষের জীবন ব্যবস্থা এই। তাহলে আমার ইতিহাস না জানার পেছনে উপরে উঠে আসা সকল ব্যক্তিরাই দায়ী , দায়ী শিক্ষা বোর্ড , দায়ী আমার স্কুল ,কলেজ, ইউনিভার্সিটি।
এই দেশে স্থানের নাম পরিবর্তন করতে করতে আপনারা হাজার কোটি টাকা খরচ করে ফেলেন, হাজার কোটি টাকা যায় বিদেশে, আর বাকি যা থাকে তার সাথেও হাজার কোটি টাকা ঋণ নিয়ে করেন দেশের উন্নতি। যখন যে ক্ষমতায় সে দুধে ধোয়া , যে ক্ষমতায় নাই সেই খারাপ।
গতো বছর এই সময়ে আমাকে এক দলের কর্মীরা প্রচুর উত্যক্ত করেছে অনলাইনে , আবার এই বছর জুতা দিয়ে বরণ করলেন আরেক দল। সম্পর্ক বদলে গেলো একটি পলকে…
আমার অনুজদের প্রতি একটাই উপদেশ , তোমরা সুযোগ পেলেই বিদেশে চলে যেও , নিজের মতন জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুণাহ আর কিছু নাই।
তোমাদের ভাই,
কালচারাল ফ্যাসিস্ট আরশ খান