নিজস্ব প্রতিবেদক:
সামনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচার প্রচরণায় ব্যস্ত সময় পার করছে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। আশাশুনি – দেবহাটা নিয়ে সাতক্ষীরা ৩ আসনে একাধিক প্রার্থী থাকলেও জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা: শহিদুল আলম। একদিকে বিএনপির হেবিওয়েট প্রার্থী অপরদিকে সচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির কারণে সর্ব মহলে তার জনপ্রিয়তা রয়েছে।
ডা: শহিদুল আলম একজন উদার মনের অধিকারী। তিনি বিএনপির রাজনীতির জন্য সরকারি মেডিকেল কলেজে অধ্যাপনা পেশা ছেড়েছেন। তিনি বিএনপির রাজনীতি বলে কথা নয়,তার গ্রহণযোগ্যতা সর্বদলে রয়েছে। তরুণ যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জানে ডা: শহিদুল আলমের জনপ্রিয়তা। তিনি সবসময় সাতক্ষীরার মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি ঢাকা চিকিৎসা পেশায় নিয়োজিত থেকে সাতক্ষীরার হাজার হাজার মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। শুধু চিকিৎসা সেবা নয় কেউ ঢাকা থেকে সাতক্ষীরার আসার যাতায়াতের খরচ না থাকলেও নিজেে টাকা দিয়ে সাতক্ষীরা পৌঁছানোর ব্যবস্থা করেছেন।
তার মহানুভবতার উদাহরণ রয়েছে শত শত। তিনি নিরহংকারী ব্যক্তি। যে কেউ তার পাশে গিয়ে কথা বলতে পারে সমস্যার কথা শুনলে সমাধানের চেষ্টা করেন।
দেবহাটা উপজেলার কুলিয়ার বাসিন্দা আব্দুল করিম মুহুরি গণমাধ্যমকে বলেন, ডা: শহিদুল আলম অনেক ভাল মনের মানুষ। তিনি এমপি হোক আমরা চাই। তিনি সবার উপকার করেন। এমন মানুষ এমপি হলে সাতক্ষীরার মানুষ চিকিৎসা সেবায় উপকৃত হবে।আমরা নির্বাচনে তাকে ভোট দিব।
দেবহাটা উপজেলা কোমরপুরে বাসিন্দা ওয়াহিদুজ্জামান বলেন, ভাল মনের মানুষ ডা: শহিদুল আলম। তিনি এমপি হলে আমরা উপকৃত হবে।তিনি সবার ফ্রি চিকিৎসা দেন।
আশাশুনির বাসিন্দা রাকিব হোসেন বলেন, ডা: শহিদুল আলম ছাড়া সাতক্ষীরা ৩ আসনে বিকল্প নেই। আমরা তাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করব।