কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ছয়জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গত রবিবার (১৭ আগস্ট) বিকেলে ইউনিয়ন জামায়াত অফিসে আয়োজিত কর্মী সম্মেলনে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
তাদের মধ্যে অন্যতম হলেন সালাহউদ্দিন মাহমুদ ,ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মো. আরর আলী, সদস্য হযরত আলী, আসাদুজ্জামান ও আসাদুজ্জামান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, যিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৎ ও আদর্শিক রাজনীতির ধারায় অব্যাহত থাকার আহ্বান জানান। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহীম বাহারী।
যোগদানকারীদের মধ্যে অন্যতম সালাহউদ্দীন মাহমুদ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি। অনুষ্ঠান শেষে তাদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।