কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক স্বামীকে শ্বশুরবাড়িতে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের বাসিন্দা মো. রুহুল আমিন সরদারের ছেলে আলামিন সরদার। তিনি জীবিকার তাগিদে প্রায় নয় মাস বিদেশে অবস্থান করেন। দেশে ফেরার পর জানতে পারেন, তার স্ত্রী শ্যামনগর উপজেলার গোমনতলী গ্রামের মাহমুদ আলী গাইনের মেয়ে মোছা. ফাতেমা খাতুন বাবার বাড়িতে অবস্থান করছেন।
পরে গত ১৭ জুলাই স্ত্রী ও কন্যাকে বাড়ি ফিরিয়ে আনার উদ্দেশ্যে তিনি শ্বশুরবাড়িতে গেলে তার স্ত্রী ফাতেমা খাতুন, শাশুড়ি জুলেখা বেগম ও মামাশ্বশুর আতাউর রহমান মিলে তাকে ঘরের ভেতরে আটকে রাখেন।
ভুক্তভোগীর অভিযোগ, ঘরের দরজা বন্ধ করে তাকে শারীরিকভাবে অপমান ও অপদস্থ করা হয়। একপর্যায়ে মামাশ্বশুর আতাউর রহমান প্রকাশ্যে তাকে মারধর করেন। পরে এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামিন সরদারকে উদ্ধার করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, বর্তমানে তিনি প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান বরাবর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন।
এদিকে স্থানীয় প্রশাসন অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।