ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশসেরা ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড -২০২৫’ পদকে ভূষিত হয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, সাতক্ষীরার কৃতিসন্তান মীর তাজুল ইসলাম রিপন।
শনিবার (১৬ আগষ্ট) বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম ফারুকের সভাপতিত্বে মানবিক রাষ্ট্র গঠনে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ‘এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আপিল বিভাগের বিচারপতি মো. জয়নুল আবেদীন।
‘এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- ২০২৫’ অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানে স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদিকা ডা. রাজিউন সালমা লাবনী, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, অভিনেতা সৈয়দ শুভ্র, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন,স্কাইফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজিদ খান, এফ জেড কালেকশন স্বত্বাধিকারী ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রচার সম্পাদিকা মাহফুজা শিউলি, অভিনয় শিল্পী সানজিদা মিলা প্রমুখ।
এ বছর স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের মোট ৪০ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি।