বিষ্ণুপুর প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার থেকে কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর মোড় পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটির অধিকাংশ জায়গা জুড়ে খানা- খন্দে, ধস নেমে ভাঙ্গনের কবলে পড়ছে। যার ফলে সড়কটিতে চলাচলকৃত দক্ষিণ শ্রীপুর, বিষ্ণুপুর ও কৃষ্ণনগর ইউনিয়ের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছে। সড়কটিতে ক্ষুদ্র, মাঝারি কোন যানবাহন ভালভাবে চলাচল করতে পারে না। খানা- খন্দের কারণে প্রতিনয়ত দুর্ঘটনা ঘটছে।
সরজমিনে পরিদর্শন করে দেখা যায়, সড়কের বাঁশতলা বাজার থেকে নীলকন্ঠপুর মোড় পর্যন্ত ভাঙ্গন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, তেতুতলা মসজিদ মোড় থেকে বন্দকাটি আর্মি রবিউলের বাড়ি পর্যন্ত প্রায় ৮-১০ জায়গায় ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। তাছাড়া বড় দুর্ঘনার স্থান বন্দকাটি হাফিজিয়া মাদ্রাসার সামনে অপর পাশে পুকুর থাকায় সড়কের দুই – তৃতীয়াংশ ভেঙ্গে পুকরে বিলীন হ’য়ে গেছে।
অপরদিকে বন্দকাটি মাদ্রাসা সংলগ্ন হামিদ মোড়লের বাড়ির সামনে পুকুরে ধস নেমেছে সড়কে এক -তৃতীয়াংশ জুড়ে । বন্দকাটি মাদ্রাসা থেকে দক্ষিণ বন্দকাটি জয়নালের মোড় হয়ে রামনগর মোড় পর্যন্ত প্রায় ১৫-২০ জায়গায় ছেট বড় গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির সময় পানি জমেছে।
সড়কের চলাচল অনুপযোগী হলেও ঝুঁকি নিয়ে চলাচল করছে এই এলাকার বাসিন্দারা। তারা বলছে দ্রুত সংস্কার জরুরি সড়কটি।
ভোগান্তিতে পড়া পথচারী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান ডাবলু বলেন,
বাঁশতলা থেকে রামনগর মোড় পর্যন্ত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় জায়গায় সড়ক নেই, পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বড় বড় গর্তের কারণে যানবাহন চলাচল করা যায় না। সড়ক দুই পাশ জুড়ে রয়েছে পুকুর ও ঘের যার অধিকাংশ জায়গা ভেঙ্গে গেছে। দ্রুত সংস্কার না হলে সড়কটি আরো ভেঙ্গে পুকুরে বিলীন হয়ে যাবে। বেহাল দশার কারণে ভোগান্তি পাচ্ছে হাজার হাজার মানুষ।
আরেক পথচারী ছবুর গাজী বলেন, বাঁশতলা বাজার থেকে বন্দকাটি সড়কটিতে আমাদের চলাচল করা হয়। কিন্তু সড়কের অধিকাংশ জায়গা জুড়ে খানা খন্দে ভরা। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার খুবই জরুরী। আমরা দ্রুত সংস্কার দাবি করছি।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বাঁশতলা থেকে বন্দকাটি হয়ে রামনগর মোড় পর্যন্ত সড়কটি বেহাল দশা। মানুষের চলাচল কষ্ট হচ্ছে। আমি উপজেলা ইঞ্জিনিয়ার কে জানিয়েছি তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেছে।
কালিগঞ্জ উপজেলা এলজিআইডি প্রকৌশলী বলেন,
বাঁশতলা থেকে রামনগর সড়কটি বেহাল দশা আমরা জানি। আমি জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে ইষ্টিমেট করি পাঠিয়েছি তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বস্ত করেছে।আমরা ২ কিমি করে কয়েক ধাপে সড়ক টি সংস্কার করব।