কালিগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর ১৭ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। ৪নং ওয়ার্ডের হোগলা মোড়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সর্বসাধারণের সঙ্গে কুশল বিনিময় করে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় মাসুদুর রহমান সাগর বলেন, “আমার পরিবার সবসময় ইউনিয়ন বাসীর পাশে ছিল।আমরা ইউনিয়নের মানুষের সুখে দুংখে পাশে থেকেছি। আমার বড় চাচা আলহাজ্ব শাকির আহমেদ, পিতা আলহাজ্ব আশরাফ উদ্দীন আহমেদ এবং বড় ভাই আলহাজ্ব মিজানুর রহমান প্রায় ৩০ বছর চেয়ারম্যান হিসাবে আপনাদের খেদমত করেছে। সর্বশেষ ২০১১ সালে আপনারা আমাকেও বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমরা চেষ্টা করেছি সত্যিকার অর্থে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে।”তিনি আরও বলেন, “আমি চাই জীবনের বাকি সময়টুকুও আমার পূর্বপুরুষদের ন্যায় এই ইউনিয়নে জনকল্যাণমূলক কাজে আপনার পাশে থেকে।
উক্ত মতবিনিময় সভায় অত্র ৪নং ওয়ার্ডের কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
মাসুদুর রহমান সাগর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম সম্পন্ন করে পড়াশোনা শেষ করার পর জনকল্যাণে নিজেকে নিয়োজিত করেন। ২০১১ সালে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে পরাজিত করে জয়ী হন। ২০১১ থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিষ্ণুপুর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।