বিষ্ণুপুর প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুল ব্যাগ বিতরণ করেছে বৃহস্পতিবার সকালে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিষ্ণুুপুর ইউনিয়নের ১০-১২ টি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে এই ব্যাগ বিতরণ করা হয়। ইউনিয়ন উন্নয়ন সহয়তা তহবিল (বিবিজি -১ম কিস্তি) প্রকল্পে অধীনে ২০০টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।
উক্ত স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনুজা মন্ডল বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক বরাদ্দ রয়েছে দুঃস্থ শিক্ষার্থীদের জন্য। আমরা সেই ধারাবাহিকতায় উপজেলা ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাসামগ্রী বিতরণ করছি।আজ বিষ্ণুপুর ইউনিয়নে ২০০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে দুংস্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,
ইউনিয়ন উন্নয়ন সহয়তা তহবিলের অধীনে বিষ্ণুপুর ইউনিয়নের ১০-১২ টি সরকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ব্যাগ বিতরণ করা হয়। আমরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের থেকে দুঃস্থ শিক্ষার্থীদের তালিকা নিয়ে স্কুল ব্যাগ বিতরণ করেছি।আগামীতে ধাপে ধাপে করা হবে দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে। আমি সহ আমার ইউনিয়ন পরিষদ সকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড শতভাগ বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি।আমি যাহাতে উন্নয়ন মূলক কার্যক্রম সঠিক ভাবে পালন করতে পারি ইউনিয়ন বাসী সেই সহযোগিতা করবেন।
কোমলমতী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মাহমুদ মোস্তফা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মিলন ইসলাম সহ ইউনিয়ন পরিষদের ৯ টি ওর্য়াডের ইউপি সদস্য, শিক্ষক, রাজনীতিবিদ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।