কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি:-
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে মাদক ও মানবপাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদ্য সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে , প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, শেখ সিরাজুল ইসলাম, খলিল সরদার, গোলাম রব্বানী, শেখ জাহিদ আলম, জি এম আব্দুল কাদের, আব্দুল সালাম, ইউপি সদস্যা লাইলী পারভীন, রোজিনা খাতুন ও পূর্ণিমা রানী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা মাদক ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এসব সামাজিক ব্যাধি রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ২ লক্ষ টাকায় ক্রয়কৃত ৪০০ পিস স্কুলব্যাগ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।