কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি :-
গাজীপুর জেলায় “প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালকে নৃশংসভাবে জবাই করে হত্যা ও সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের দাবি ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চয়তা এর দাবিতে “কালিগঞ্জ প্রেসক্লাব” এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনের রাস্তায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও সমাজের সচেতন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান এবং সেইসাথে সাংবাদিকদের জন্য অধিকার ও সুরক্ষা অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।