কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির ছয় নেতার বিরুদ্ধে শারীরিকভাবে প্রধান নির্বাচন কমিশনারকে লাঞ্চিত করা, কাউন্সিলরদের ভোটে বাধা দেওয়া এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্তরা হলেন ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সার্স কমিটির সদস্য মো. আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. লিটন শেখ, শেখ গোলাম মোস্তফা, মো. সাইফুল ইসলাম ও মো. ইব্রাহিম তরফদার।তাদের আগামী দুই দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।গত শনিবার (৯ আগস্ট) ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ওয়ার্ড কাউন্সিল চলাকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা-৪ আসনের সাংগঠনিক টিম প্রধান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতী দুই ওয়ার্ডের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করেন।