Dhaka , Thursday, 28 August 2025
News Title :
কালিগঞ্জ থানার ওসিকে বদলি নতুন ওসি মিজান অনলাইন জুয়ায় নিঃস্ব হাজার হাজার যুবক : ঝুঁকছে ভয়ংকর অপরাধে বনবিভাগের সামনেই পাচার হচ্ছে সুন্দরবনের মূল্যবান কাঠ সাতক্ষীরায় চিংড়ীতে জেলী পুশ : ব্যবসায়ীকে লক্ষাধিক টাকা জরিমানা যুবদল নেতা শামীম হত্যার দায়স্বীকার করল স্ত্রী ও শ্যালক সাতক্ষীরায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা অবজার্ভারে সংবাদ প্রকাশে কালিগঞ্জে অভিযানে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ সাতক্ষীরায় মেরুদণ্ডের জটিল অপারেশন সম্পন্ন কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে সচেতনতায় বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন অনুষ্ঠিত যানজটের শহরে পরিণত সাতক্ষীরা শহর : নাকাল জনসাধারণ

দেবহাটার কুলিয়া রোগাক্রান্ত গরু জবাই করার অভিযোগে নেপথ্যে কষাই মুন্না

দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটে রোগাক্রান্ত গাই গরু জবাই করে মাংস বিক্রয় করার অভিযোগে কষাই মুন্না এলাকাবাসীর রোষানলে পড়েছে। ঘটনাটি ঘটেছে ১১ আগষ্ট সোমবার সকাল ৯ টায় কুলিয়া আশু মার্কেটে। কষাই বহেরা গ্রামের সুরোত সাহাজীর ছেলে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কুলিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এ আই টেকনিশিয়ান আজিজুর রহমান ঘটনা স্হলে এসে, দেবহাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলামকে জানালে তিনি সকাল ১০ টায় ঘটনা স্হল পরিদর্শন করেন। তিনি ঘটনা স্হল ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হান্নান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কষাই মুন্নার কাছে শুনেছি গাই গরুটি মাত্র ২৯ হাজার টাকায় শাঁখরা এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে। গরুটি বেশী রোগা ছিল, তাই দামে কম। তবে লোকমুখে শুনেছি গরুটি রোগগ্রস্থ হতে পারে। গরু জবাই করেন, বহেরা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভোরে ফজরের নামাজের পূর্বে গরু জবাই করার জন্য লাবণ্য বতী খালের উপর শ্রীরামপুর ব্রীজটিতে আমাকে আসতে বললে আমি সেখানে এসে ব্রীজের উপর একটি রোগা গাই গরু জবাই করে দেয়। প্রাণী সম্পদ কর্মকর্তা কথা গুলো শোনার পরে তিনি কষাই মুন্নাকে বলেন,এবার থেকে কোন পশু জবাই করতে হলে তার আগে আমার কাছ থেকে প্রত্যয়ন পত্র নিতে হবে এবং রাত্রে নয়, সকালে সবাই সামনে পশু জবাই করতে হবে। এব্যাপারে কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র সরকার বলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয় আমাকে জানালে আমি তৎক্ষনাৎ সকাল ১১ টায় ঘটনা স্হলে যাই। সেখানে উপস্থিত এলাকাবাসী, ইউপি সদস্য আঃ হান্নান, ইউপি সদস্যা ফতেমা খাতুন ও স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানলাম, গরুটি রোগা, মাত্র ২৯ হাজার টাকায় ক্রয় করা, এত কম দামের গরু সেহেতু রোগগ্রস্থ হতে পারে। তারা আরও বলেন, প্রায়ই উক্ত ব্রীজের উপর গরু জবাই করা ঠিক না কারণ পথচারীদের চলাচলের অসুবিধা হয় এবং মাংস বিক্রয়ের জায়গাটি মেইন রাস্তার পাশে খোলা জায়গায় হওয়ায় ধূলাবালিতে ভরে যাওয়ার কথা। বহেরা জামে মসজিদের সেক্রেটারি রাজু আহমেদ জানান, লাবণ্য বতী খালের ব্রীজের উপর গরু জবাই করার পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। গরু জবাই করার জন্য একটি নিদিষ্ট জায়গা থাকা দরকার, গরুটি রোগা গাই গরু ছিল, এত অল্পদামে ভালো গরু পাওয়া যায় না। এলাকাবাসী আরও জানান,কুলিয়া নতুন বাজারেও মাঝে মাঝে এমন ঘটনা আগেও ঘটেছে। তবে দেখার মত কেউ নেই, নতুন বাজার কমিটি সেক্রেটারি আমিনুর রহমান জানান, বাজার কমিটি সক্রিয় নেই ও কোন কার্যক্রম না থাকার সুযোগে কসাইরা যে যার মত যেখানে সেখানে পশু জবাই করে। তাছাড়া এই পর্যন্ত কোন কসাই পশু জবাই করার জন্য কাউকে কিছু না বলে নিজের ইচ্ছে মত রাত্রে পশু জবাই করে। এব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এম আবু নওশাদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Satkhira observer

Popular Post

কালিগঞ্জ থানার ওসিকে বদলি নতুন ওসি মিজান

দেবহাটার কুলিয়া রোগাক্রান্ত গরু জবাই করার অভিযোগে নেপথ্যে কষাই মুন্না

Update Time : 01:22 pm, Tuesday, 12 August 2025

দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটে রোগাক্রান্ত গাই গরু জবাই করে মাংস বিক্রয় করার অভিযোগে কষাই মুন্না এলাকাবাসীর রোষানলে পড়েছে। ঘটনাটি ঘটেছে ১১ আগষ্ট সোমবার সকাল ৯ টায় কুলিয়া আশু মার্কেটে। কষাই বহেরা গ্রামের সুরোত সাহাজীর ছেলে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কুলিয়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এ আই টেকনিশিয়ান আজিজুর রহমান ঘটনা স্হলে এসে, দেবহাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলামকে জানালে তিনি সকাল ১০ টায় ঘটনা স্হল পরিদর্শন করেন। তিনি ঘটনা স্হল ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হান্নান কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কষাই মুন্নার কাছে শুনেছি গাই গরুটি মাত্র ২৯ হাজার টাকায় শাঁখরা এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে। গরুটি বেশী রোগা ছিল, তাই দামে কম। তবে লোকমুখে শুনেছি গরুটি রোগগ্রস্থ হতে পারে। গরু জবাই করেন, বহেরা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভোরে ফজরের নামাজের পূর্বে গরু জবাই করার জন্য লাবণ্য বতী খালের উপর শ্রীরামপুর ব্রীজটিতে আমাকে আসতে বললে আমি সেখানে এসে ব্রীজের উপর একটি রোগা গাই গরু জবাই করে দেয়। প্রাণী সম্পদ কর্মকর্তা কথা গুলো শোনার পরে তিনি কষাই মুন্নাকে বলেন,এবার থেকে কোন পশু জবাই করতে হলে তার আগে আমার কাছ থেকে প্রত্যয়ন পত্র নিতে হবে এবং রাত্রে নয়, সকালে সবাই সামনে পশু জবাই করতে হবে। এব্যাপারে কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র সরকার বলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয় আমাকে জানালে আমি তৎক্ষনাৎ সকাল ১১ টায় ঘটনা স্হলে যাই। সেখানে উপস্থিত এলাকাবাসী, ইউপি সদস্য আঃ হান্নান, ইউপি সদস্যা ফতেমা খাতুন ও স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানলাম, গরুটি রোগা, মাত্র ২৯ হাজার টাকায় ক্রয় করা, এত কম দামের গরু সেহেতু রোগগ্রস্থ হতে পারে। তারা আরও বলেন, প্রায়ই উক্ত ব্রীজের উপর গরু জবাই করা ঠিক না কারণ পথচারীদের চলাচলের অসুবিধা হয় এবং মাংস বিক্রয়ের জায়গাটি মেইন রাস্তার পাশে খোলা জায়গায় হওয়ায় ধূলাবালিতে ভরে যাওয়ার কথা। বহেরা জামে মসজিদের সেক্রেটারি রাজু আহমেদ জানান, লাবণ্য বতী খালের ব্রীজের উপর গরু জবাই করার পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। গরু জবাই করার জন্য একটি নিদিষ্ট জায়গা থাকা দরকার, গরুটি রোগা গাই গরু ছিল, এত অল্পদামে ভালো গরু পাওয়া যায় না। এলাকাবাসী আরও জানান,কুলিয়া নতুন বাজারেও মাঝে মাঝে এমন ঘটনা আগেও ঘটেছে। তবে দেখার মত কেউ নেই, নতুন বাজার কমিটি সেক্রেটারি আমিনুর রহমান জানান, বাজার কমিটি সক্রিয় নেই ও কোন কার্যক্রম না থাকার সুযোগে কসাইরা যে যার মত যেখানে সেখানে পশু জবাই করে। তাছাড়া এই পর্যন্ত কোন কসাই পশু জবাই করার জন্য কাউকে কিছু না বলে নিজের ইচ্ছে মত রাত্রে পশু জবাই করে। এব্যাপারে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এম আবু নওশাদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।